শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে উঠান বৈঠক ও খামার পরিদর্শনে উপসচিব

আরো খবর

কেশবপুর প্রতিনিধিঃ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বপন কুমার বসু যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি পূর্বপাড়া পল্লী উন্নয়ন মহিলা সমিতির সদস্যদের সাথে উঠান বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ইরেসপো প্রকল্পের উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠক শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপসচিব স্বপন কুমার বসু ইরেসপো প্রকল্পের উদ্যোক্তা ঋণী সদস্যদের গবাদি পশুর খামার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা হংশপতি বিশ্বাসসহ সমিতির সদস্যরা।
উপসচিব স্বপন কুমার বসু বলেন, ‘এ এলাকার গাভী পালনকারীরা ভালো দামে যাতে দুধ বিক্রি করতে পারেন, সে জন্য দুগ্ধ ক্রয় কেন্দ্র গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া প্রকল্পের সদস্যদের বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলাসহ আরও বেশি ঋণ দেওয়ার মাধ্যমে খামারী ও উদ্যোক্তা বৃদ্ধি করার বিষয়ে পরিকল্পনা রয়েছে’।

আরো পড়ুন

সর্বশেষ