শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন, মেম্বারকে জরিমানা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরের শার্শার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের উত্তর মাঠে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করছে সাইফুল ইসলাম মেম্বার। দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম মেম্বার ও তার সহযোগীরা এই মাটি উত্তোলন করায় আশেপাশের জমিতে ধস নেমে এসেছে। কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে সাহস পাই না।

খবর পেয়ে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত সেখানে পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। নিবার্হী ম্যাজিষ্ট্রেট নুসরাত ইয়াসমিন ড্রেজার মেশিন জব্ধ করেন এবং এভাবে মটি উত্তোলন করায় গোগা ইউনিয়ন পরিষদের মেম্বার সাইফুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ইয়াসমিন বলেন, এভাবে মাটি তোলা অপরাধ।

বৃহস্পতিবার ড্রেজার মেশিন জব্দ এবং ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্তক করা হয়েছে সাইফুল ইসলাম মেম্বারকে। যদি ভবিষ্যতে আবার মাটি উত্তোলন করেন, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করায় এলাকাবাসী খুশি।

আরো পড়ুন

সর্বশেষ