বেনাপোল প্রতিনিধি:
নদীতে মাছ ধরতে যেযে ও বিভিন্ন সীমান্ত পথে অবৈধ ভাবে বাংলাদেশ প্রবেশের অভিযোগে আটক ৪ ভারতীয নাগরিককে দীর্ঘ ৩ থেকে ৪ বছরপর বেনাপোল চেকপোষ্ট দিযে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ভারতের পেট্টাপোলে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। এসময বিজিবি ও বিএসএফ উপস্তিত ছিলেন।
নদীপথে বঙ্গপ সাগরে মাছ ধরতে যেয়ে ও কক্সবাজার সীমান্তে পুলিশের হাতে আটক হয় বিহার দিপেন নগর এলাকার ডম রামার ছেলে সুধীর বাবু. পশ্চিমবঙ্গের বেতিগর এলাকার হরিপদ জানার ছেলে ভানুরাম জানা.
পশ্চমবঙ্গের উত্তর বুরুজ গ্রামের পূর্না চন্দ্র দিনদারের ছেলে বিষ্টপদ চন্দ্র ও পশ্চমবঙ্গের হুগলি কালিপুরের শেখ ফরিদের ছেলে শেখ জাহাঙ্গীর।
বাংলাদেশে জেল খেটে দীর্ঘ৩/ ৪ বছর পর আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পেট্টাপোল সীমান্তের ইমিগ্রেশন দিয়ে ভারতীয় নাগরিকদেরকে ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফের কাছে হস্তান্তর করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশন ওসি তদন্ত নয়ন চন্দ্র রায় ও বিজিবি কমান্ডার মিজানুর রহমান।
নদীপথে বঙ্গপ সাগরে মাছ ধরতে যেয়ে২জন লক্ষিপুর ও কক্সবাজার সীমান্ত দিয়ে ২ জন আসা ২জনকে আটক করা হয়। অবশেষে জেল খেটে আইনী প্রক্রিযা শেষে ভারতে ফেরে তারা।

