শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে আইনশৃঙ্খলা রক্ষায়  প্রশাসনের সাথে সর্বদলীয় বৈঠক

আরো খবর

 বেনাপোলপ্রতিনিধি :
 ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগে বাংলাদেশ নতুন সরকার গঠনের পরই দেশে শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় বেনাপোলে সর্ব দলীয় বৈঠক অনুষ্টিত হয়েছে।  যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নের এস এম সিদ্দিকের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্টিত হয়।
বেনাপোল পোর্ট থানা কনফারেন্স রুমে বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা বিনপির সভাপতি খায়রুজ্জামান মধু পৌর মেয়র নাসির উদ্দিন. কেন্দ্রীয় নেতা নুরুজামান লিটন.পৌর বিএনপি পৌর সভাপতি নাজিম উদ্দীন.সাধারন সম্পাদক আবু তাহের ভারত. ছাত্র নেতা মো আকাশ
ট্রান্সপোট মালিক সমিতির সভাপতি আতিকুজামান সনি.প্রেসক্লাব বেনাপোল সাধারন সম্পাদক বকুল মাহবুব। উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজোহা সেলিম।জামাত নেতা আজিজুর রহমান। পৌর ছাত্রদল সভাপত দিপু  হাসান.ব্যাবসায়ি নেতা আব্দুল লতিফ শিক্ষক আব্দুল মান্নান
পূজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক উজ্বল কুমার সিএন্ডএফ ষ্টাফ এসোসিয়েশন সম্পাদক সাজেদুর রহমানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।  সবাই এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায সহযোগিতার আশ্বাস দেন। দলীয় নেতাকর্মিদের শান্ত থাকার আহব্বান জানান হয়।
 পোর্ট থানার ওসি ওসি সুমন কুমার ভক্তের পরিচালনায  শৃঙ্খলা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায সহযোগিতার আহব্বান জানিয়ে সিও বক্তব্য দেন। সবার সহযোগিতার অনুরোধ করেন তিনি।

আরো পড়ুন

সর্বশেষ