কেশবপুর প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে রোববার কেশবপুরের হারুন আর রশিদের ভাড়া বাসা থেকে টিসিবির মালামাল ও বিভিন্ন মানুষের সাক্ষরিত ফাঁকা চেকের পাতা উদ্ধার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের সমন্নয়কারীরা।
হারুন আর রশিদ উপজেলার গোপসেনা গ্রামের আতিয়ার রহমান গাজীর ছেলে। তার বিরুদ্ধে চাকুরী দেয়ার কথা দিয়ে বহু লোকের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে ইতিমধ্যে। তিনি সাবেক এমপি আজিজুল ইসলামের পিএ ছিলেন। উদ্ধারকৃত ৫৫বস্তা টিসিবির চাল, ডাল, চিনিসহ একাধিক খালি চেকের পাতা প্রশাসনের কাছে হস্তন্তর করা হয়েছে বলে জানা গেছে।

