শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল  দিয়ে ভ্রমন ভিসায় যাত্রী চলাচল সচল, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:দেশোর বিরাজমান পরিস্থিতিতে বেনাপোল পেট্টাপোল সীমান্তের ইমিগ্রেশন দিয়ে সব ধরনের পাসপোর্ট যাত্রী যাতায়াত অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। শনিবার এ সীমান্ত দিয়ে ১৭শ যাত্রী যাতায়াতের বিষয়টি নিশ্টিত করেছেন ইমিগ্রেশন ওসি আযহার হোসেন।
দেশের নৈরাজ্যকর পরিস্থিতিতে সব ধরনের পসপোর্ট যাত্রীদের  যাতায়াতে   কড়ারোপ করে ইমিহ্রেশন কর্তৃপক্ষ। দাগীদের দেশত্যাগে   বাড়ানো হয গোয়েন্দা নজরদারী।
৩ থেকে ৪ দিন ধরে অলিখিত নির্দেশনায় ভ্রমন ভিসায যাত্রী যাতাযাত অনেকাংশে থাকে বন্ধ। তবে মেডিকেল ও বিজনেস ভিসায়  পাসপোর্ট যাত্রী যাতায়াত থাকে সচল।
রবিবার সকাল থেকে সব ধরনের ভিসায যাত্রী গমনাগমন চালু হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।  টুরিস্ট ভিসায় যাত্রী যাতায়াতে কোন সমস্যা নেই বলে জানান ইমিগ্রেশন ওসি আযহারুল ইসলাম।
তিনি বলেন দেশের চলমান পরিস্থিতিতে ভারতে যাত্রী গমন কমেছে। তবে আসছ বেশি।
ভারতীয় পেট্টাপোল ইমিগ্রেশনে সব ধরনের যাত্রী গমনাগমনে কোন বাধা নেই। বেনাপোল ইমিগ্রেশন দিযেও সব ধরনের যাত্রী যাতায়াত করেছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ