আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ী বাজারে বকচর রেডিয়েন্স ক্লাবের দ্বিতীয় তলায় শ্রীউলা ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমন্বয়ক মুরশিদ আলম রাব্বীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সমন্বয়ক চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সেলিম হোসেন, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের রোকনুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের আব্দুর রহমান, আবুল কালাম ইউসুফ, মাওলানা আব্দুর রহমান,অহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রমাণ করে দিয়েছে ছাত্র ও যুব সমাজ রুখে দাড়ালে সবই সম্ভব। প্রানের আহুতি দিয়ে যারা এই আন্দোলনকে সফল করেছেন তাদের আমরা সশ্রদ্ধ সালাম জানাই। শহীদের আত্মত্যাগের মর্যাদা দিতে ধর্মীয় বিভেদ ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সকল ছাত্র-ছাত্রীদের একত্রিত হয়ে দেশের জন্য কাজ করলেই তাদের আত্মা শান্তি পাবে।
এস এম বিপ্লব হোসেনের পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন আলহাজ্ব মাওলানা জোবায়ের হোসেন,সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল হাকিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী নায়েবে আমীর নূরুল আবছার মোর্তজা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাবেক সভাপতি রফিকুজ্জামান ছোট্টু, যুগ্ন আহবায়ক আতাউল্লাহ চৌধুরী, বিএনপি নেতা আলামিন হোসেন, ইউপি সদস্য আক্তার হোসেন, আব্দুর রাজ্জাক, ইয়াছিন আলী, মহিষকুড় মৎস্য সেটের সভাপতি আরিফ মোল্ল্যা প্রমুখ।

