প্রজন্ম ডেস্ক:
বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় ফুলতলা ও যশোরের অভয়নগর উপজেলার সংযোগস্থল দত্তগাতি এলাকার কপালিয়া ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীদের গুলিতে খুলনায় মো. রকিবুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।নিহত রকিবুল ফুলতলার আলকা এম এম কলেজ পাড়ার বাসিন্দা। একই সঙ্গে তিনি খুলনার ফুলতলা বাজার বণিক সমিতির ক্রীড়া সম্পাদক।পুলিশ জানায়, রকিবুল সন্ধ্যায় মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় ব্রিজের ওপর গেলে দুজন যুবক তাদের ডাকেন। কাছে যাওয়া মাত্রই পরপর রকিবুলকে দুটি গুলি করে চলে যান তারা। এসময় তার স্ত্রীও গুলিবিদ্ধ হন।স্থানীয়রা রকিবুলকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর রকিবুলের স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার
প্রজন্ম একাত্তর/কামাল

