শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে পুরোদমে কাজ শুরু করেছে পুলিশ বাহিনীর সদস্যরা, জনমনে স্বস্থি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোরে কর্মস্থলে যোগদানের পর পুরোদমে কাজ শুরু করেছে পুলিশ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তাদের সহযোগিতা করছেন বিএনসিসির সদস্যরা। থানায় জিডি এবং মামলা রেকর্ড এবং আইন শৃংখলা নিয়ন্ত্রণসহ পুলিশ বিভাগের সবধরনের কার্যক্রম চলছে।
যশোর কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, থানার সব অফিসার এবং পুলিশ সদস্য কর্মে ফিরেছেন। তারা আইন শৃংখলা নিয়ন্ত্রনে সক্রিয়ভাবে কাজ করছেন। থানায় আগের মত সবধরনের কাযক্রম চলছে।
এদিকে পুলিশ কর্মে ফেরায় জনমনে স্বস্থি এবং ব্যবসা বানিজ্যে গতি ফিরে এসছে। ৫ আগস্টের পর মানুষের মধ্যে যে ভীতি সংশয় তৈরি হয়েছিল তার দুর হয়ে গেছে।

আরো পড়ুন

সর্বশেষ