শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

মহেশপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৬

আরো খবর

মহেশপুর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে জমি থেকে পাট কাটার সময় তহুরুল (৫৫), হাসান আলী (৩৫), তাহাজ্জেল হোসেন (৫০), জুরু মিয়া (৫০), আনার (৪৫) ও সুরাবকে (৬৫) পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে।
এ ঘটনায় নেপার সলেমানপুর গ্রামের শুকুর আলী বাদি হয়ে মহেশপুর থানায় ৩৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সলেমানপুর উত্তরপাড়ার মাঠ এলাকায়।
থানায় দায়ের করা এজাহার সুত্রে জানাগেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে জমি থেকে পাট কাটার সময় সলেমানপুর গ্রামের আজিজুল হক, নুর মোহাম্মদ,আকসার আলী, নস্কর আলী, ইয়ার আলী, ওমর আলী,মইনুল ইসলাম,ইমাম,তরিকুল ইসলাম, আকবার আলী, আব্বাস আলী, তারিক ওরফে ডালিম, আল আমিন, রুহুল আমিন,আরিফ, গোলাম,শফিনুরসহ ৩৫জন লোহার রড,দা ও লাঠি নিয়ে হামলা চালায়।

মামলার বাদি শুকুর আলী জানান, উল্লেখিত আসামীরা আমরা পাট কাটার সময় আমাদের উপর হামলা করে।

আরো পড়ুন

সর্বশেষ