শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ছত্তিশগড়ে হেলিকপ্টারে আগুন, ২ পাইলট নিহত

আরো খবর

প্রজন্ম ডেস্ক:

ভারতের ছত্তিশগড়ে অবতরণের সময় একটি হেলিকপ্টারে আগুন লেগে দুইজন পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মে) সন্ধ্যায় রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, বিমানবন্দর এলাকায় হেলিকপ্টারটি নিয়ে অনুশীলন করছিলেন দুই পাইলট। অনুশীলন শেষে হেলিকপ্টারটিকে অবতরণ করানোর সময় হঠাৎই সেটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পাইলটের।

পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পাণ্ডা ও ক্যাপ্টেন এপি শ্রীবাস্তব। হেলিকপ্টারটিতে আর কোনো যাত্রী ছিলেন না বলেও জানিয়েছে তারা। তবে কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।

এদিকে, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল টুইট করে দুইজন পাইলট নিহত হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করেছেন। নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

 

প্রজন্ম একাত্তর/কামাল

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ