শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

আরো খবর

একাত্তর ডেস্ক:কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার মিামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ১০ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের (রিমান্ডে) অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত এই আদেশ দেন। তার আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কড়া নিরাপত্তায় সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁদের আদালতে হাজির করা হয়।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।(সূত্র: কালের কন্ঠ)

আরো পড়ুন

সর্বশেষ