প্রজন্ম ডেস্ক:
ইপিজেড থানার লেবার কলোনির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি লেবার কলোনির নিরিবিলি হাউস রফিক বিল্ডিংয়ের বাসায় ভাড়া থাকেন।চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মাকসুদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ মে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন মাকসুদ। এ ঘটনায় পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হয়। পরে শিশুর পরিবার ১১ মে রাতে ইপিজেড থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ পুলিশ মামলা হিসেবে রেকর্ড করে।
ইপিজেড থানার ওসি মো. কবিরুল ইসলাম বলেন,মামলায় মাকসুদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন
প্রজন্ম একাত্তর/কামাল

