শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বিচার চাইলেন নুসরাত

আরো খবর

কলকাতার আর জি কর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। একের পর এক প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও।

এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরাত জাহান। আর জি কর মেডিকেল কলেজে নিহত চিকিৎসকের জন্য সুবিচার চেয়ে তিনি একটি পোস্ট করেছেন। গতকাল স্বাধীনতা দিবসে নুসরাতের প্রশ্ন, সত্যিই কি আমরা স্বাধীন? সেই পোস্টে তিনি আরও লিখেন, আর জি কর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনা কিছু প্রশ্ন তুলে দিয়েছে। নারীরা কি আদৌ নিরাপদ? বেশি রাত পর্যন্ত কাজ করার অর্থই কি এই ধরনের হিংসাকে আহ্বান জানানো? সত্যিই কি আমরা স্বাধীন? ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন, একজন কর্মরত চিকিৎসক রাতে কাজ করছিলেন। তাকে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হলো।

আমাদের সমাজে যে নিরাপত্তার অভাব রয়েছে, তা বুঝিয়ে দিলো এই মর্মান্তিক ঘটনা। আমরা কল্পনাও করতে পারবো না, তার পরিবার এই ঘটনা জানতে পেরে কতোটা যন্ত্রণা পেয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।

যারা প্রশাসনে বা ক্ষমতায় রয়েছেন, তাদের প্রত্যেককে আমি এই ঘটনার বিরুদ্ধে দ্রুত সঠিক পদক্ষেপ নেয়ার অনুরোধ করবো। উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালি। অভিনেত্রীর সংসদ এলাকা বসিরহাটের অন্তর্গত ছিল সন্দেশখালি। জমি দখল থেকে শুরু করে নারীদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছিল শাসকদলের ঘনিষ্ঠের বিরুদ্ধে।

পরিস্থিতির জেরে সে সময় ১৪৪ ধারা জারি হয়েছিল। কিন্তু চুপ ছিলেন অভিনেত্রী। এবার আর চুপ থাকতে পারেননি। প্রতিবাদে শামিল হয়েছেন তিনি। 

 

 

আরো পড়ুন

সর্বশেষ