শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

শার্শায় মাদকসহ ভারতীয় নাগরিক আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ভারতীয় নাগরিক তপন মন্ডল (৪০)কে আটক করেছেন বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।আটক তপন মন্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রোপোল থানার নরহরিপুর গ্রামের সন্তোষ মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আমড়াখালী চেকপোস্টে বেনাপোল টু যশোর গামি লোকাল বাস তল্লাশি করা হয়। এসময় বাসের ভেতর থেকে সন্দেহভাজন তপন মন্ডলকে আটক করা হয়। পরে তার কাছে থাকা কালো রঙের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি চালিয়ে দুই বোতল ভ্যাট ৬৯এবং ২৪ প্যাকেট অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা করেছেন বিজিবি নায়েক জাহিদুর রহমান। শনিবার সকালে ভারতীয়  নাগরিককে যশোার জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানায শার্শা থানা পুলিশ।

আরো পড়ুন

সর্বশেষ