শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

মাংকিপক্স প্রতিরোধে বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা, কাজ করছে ৭ সদস্যের মেডেকেল টিম

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :
 বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে মাংকি পক্ষের পাদুর্ভাব। ভাইরাস  নিয়ে যাতে কেহ দেশে প্রবেশ করতে না পারে এজন্য দেশের নৌ বিমান সমদ্র ও স্থলপথে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য  বিভাগ।
এর ফলে বেনাপোল স্থলবন্দরের  চেকপোষ্ট ইমিগ্রেশনে মাঙ্কিপক্স রোধে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। ৭সদস্যের মেডিকেল টিম কাজ করছেন ।. বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মেডিকেল অফিসার  ডা মরিয়ম খন্দকার।
তিনি জানান ভারত থেকে ফেরা পাসপোর্ট যাত্রীসহ বিদেশ থেকে আসা সন্দেহ ভাজন যাত্রীদের গতিবিধি লক্ষসহ প্রবেশমুখে স্বাস্থ্য  পরীক্ষা করছেন তারা। থার্মাল  স্কানার দিয়ে দেখা হচ্ছে তামমাত্রা।  উপসর্গ নিশ্চতে চোখ হাত ও পা দেখছেন স্বাস্থ্য কর্মিরা। একজন মেডিকেল অফিসার ২জন উপসহকারি মেডিকেল অফিসার সহ ৭ সদস্যের মেডিকেল টিম কাজ করছেন  বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য  বিভাগে।  তবে বাংলাদেশে একনও পর্যন্ত এ রোগে কেহ আক্রান্ত হয়নি।
উগান্ডাতে প্রায় ১৩৫০০ জনের মধ্যে প্রায় ৪৫০ জন মারা গেছে, মধ্য ও পূর্ব আফ্রিকা ও মধ্য এশিয়াতে এর পাদুর্ভাব দেখা দিয়েছে।
পাকিস্তানে এ পর্যন্ত ৩ জনে শনাক্ত হয়েছে।ভারতে এখনো  কেহ শনাক্ত হয়নি বলে জানান  বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ মরিয়ম খন্দকার।#

আরো পড়ুন

সর্বশেষ