রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে ওর্য়াড কমিশনারের নামে চাদাদাবি একজন আটক

আরো খবর

প্রতিনিধি
যশোর জেলা সমবায় অফিসে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাহেদ হোসেন নয়নের নাম করে সিডিউল ক্রয়ে বাঁধা এবং চাঁদা দাবির অভিযোগে শহিদুল ইসলাম সুজন (৩০) নামে এক যুবককে আটক করেছে যশোর কোতয়ালি থানা পুলিশ।
গত ১১ মে বেলা সাড়ে ১১টার দিকে শহরের চারখাম্বার মোড় এলাকার সমাজসেবা অধিদফতরের অফিসে এই ঘটনা ঘটে।
এরপর তাকে আটক করে কোতয়ালি থানার এসআই শংকর কুমার বিশ্বাস মামলা করেছেন। মামলায় আটক শহিদুল ইসলাম সুজনসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
আটক সুজন শহরের ঘোপ সেন্ট্রাল রোডের হাসেম মিয়ার ছেলে।
পুলিশ মামলার এজাহারে উল্লেখ করেছেন, গত ১১ মে চলমান সিডিউল বিক্রয়ের কাজ চলছিল জেলা সমাজসেবা অফিসে। এদিন বেলা সাড়ে ১১টার দিকে শহিদুল ইসলাম সবুজসহ অজ্ঞাত আসামিরা সেখানে গিয়ে সিডিউল ক্রয়ে বাঁধা দানসহ চাঁদা দাবি করে। এসময় সিডিউল ক্রয়কারীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসামিরা। খবর পেয়ে থানা পুলিশ সেখানে গিয়ে হাতেনাতে শহিদুল ইসলাম সুজনকে আটক করে। কিন্তু পুলিশি উপস্থিতি টের পেয়ে অন্য আসামিরা পালিয়ে যায়।
এসআই শংকর কুমার আরো জানিয়েছেন, আটক সুজন ওই অফিসে গিয়ে সিডিউল ক্রেতাদের নানা ভাবে ভয় দেখায়। বলে ‘আমি কাউন্সিলর নয়নের লোক’। এরপর সিডিউল ক্রেতাদের কাছে চাঁদা দাবি করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর শেখ শাহেদ হোসেন নয়ন জানিয়েছেন, ‘বুধবার সকালে পুলিশের কাছ থেকে জানতে পারি সুজন নামে একজনকে আটক করেছে। আমি সুজনকে চিনি না। এছাড়া তার বাড়ি ঘোপ সেন্ট্রাল রোডে। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। সে আমার নাম ভাঙ্গীয়ে চাঁদাবাজি করতে পারে।’#

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ