শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দর:ব্লিচিং পাউডারের  পণ্য চালান থেকে উদ্ধার হলো কোটি টাকার কাপড়

আরো খবর

বেনাপোল প্রতিনিধি। মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ব্লিচিং পাউডারের  পণ্য চালান থেকে উদ্ধার হলো কোটি টাকা মুল্যের কাপড়ের থান। আমদানি কারকের পক্ষে সিএন্ডএফ এজেন্ট বন্দর থেকে পণ্যচালানটি খালাস নেবার সময় কাষ্টমসের গোয়েন্দা সদস্যরা ২টি ভারতীয় এবং ১ টি বাংলাদেশি ট্রাক জব্দ করে। জামাল বানিজ্য ভান্ডার সোনাডাঙা খুলনা পণ্যচালানটির আমদানি কারক।
চৈতি ইন্টারন্যাশনাল নামক বেনাপোলের একটি সিএন্ডএফ এজেন্ট পণ্যচালানটি কাষ্টমসে পণ্য খালাশের জন্য কাগজপত্র দাখিল করে।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন জানান, খুলনার আমদানি কারক প্রতিষ্ঠান জামাল বানিজ্য ভান্ডার ভারত থেকে প্লাস্টিকের ড্রামে ৩০ টন ব্লিচিং পাউডার ঘোষণা দিয়ে পণ্যচালানটি আমদানি করে। ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ হবার কারনে গোডাউনে মালামাল আনলোড করা হয় না।
বেনাপোল বন্দরে ইতিপুর্বে বেশকিছু ব্লিচিং পাউডার বোঝাই ট্রাকে আগুন লাগার কারনে অধিকতর সতর্কতায় ট্রাক টু ট্রাকে পণ্য খালাশের সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল রাতে বন্দরের ৩৪ নম্বর শেডের সামনে ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশি ট্রাকে লোডের সময়  গোপন সংবাদে পণ্যচালানটি কাস্টমস হাউজে এনে অধিকতর পরীক্ষার সময় ব্লিচিং ভর্তি ড্রামের মধ্যে কাপড় কাপড় ও বালু পাওয়া যায়। ১২০০ ড্রাম পরীক্ষা সম্পন্ন করতে রাত হয়ে যাবে। ইতিমধ্যে বেশ কিড্রাম খুলে অধিকাংশ ড্রামে ব্লিচিং এর বদল কাপড় পাওয়া গেছে।
কি পরিমান কাপড় আছে কিংবা কাপড় ছাড়া ড্রামের মধ্যে অন্য কিছু আছে কিনা বা কত টাকার ঘোষণা বহির্ভুত মালামাল আছে তা শতভাগ পরীক্ষা না করে বলা যাবে না।

আরো পড়ুন

সর্বশেষ