শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে  চিকিৎসক কর্মচারীদের মানববন্ধন ও কালো  ব্যাজ ধারণ 

আরো খবর

 প্রতিনিধি:যশোর ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালের নিপীড়িত ও বৈষম্যের শিকার চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত ১ঘন্টা হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আহসান হাবীব, হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন অর রশিদ, মেডিকেল কলেজের সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার এনকে আলম, ডাক্তার শরিফুল ইসলাম খান, এ সময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডাক্তার ওবায়দুল কাদের উজ্জ্বল, ফারুক এহতেশাম পরাগসহ অন্যান্য চিকিৎসক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে চিকিৎসকরা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থানকারী ডাক্তার রোবেদ আমিনসহ ডিজি হেলথের সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবসারণের দাবি জানানো হয়

আরো পড়ুন

সর্বশেষ