শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

নড়াইলে ইসলামী ছাত্র আন্দোলন’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আরো খবর

নড়াইল প্রতিনিধি
নড়াইলে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন এর ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা  শাখার  সভাপতি মোঃ সাজ্জাদ হুসাইন এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এর  কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ  হাফেজ মাওলানা  ইউনুস আহমদ এবং প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন এর  সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমদ।
 ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সেক্রেটারি  মোঃ হাসিব মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী আন্দোলন নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাঃ খায়রুজ্জাান, সেক্রেটারি জেনারেল এস,এম,এ ডাঃ নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক মাওলানা নুরুন্নবী,  মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ মুফতি কামরুল ইসলাম আনসারী, ইসলামী ছাত্র আন্দোলন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মোঃ তাজবীর প্রমূখ। সংগঠনের জেলা, উপজেলা শাখার নেতাকর্মিসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

আরো পড়ুন

সর্বশেষ