শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কলারোয়া সীমান্তে অস্ত্র, গোলাবারুদ ও রুপার গহনাসহ  চোরাকারবারি আটক 

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:
 সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও রুপার গহনাসহ একজন চোরাকারবারি আটক হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) ভোর রাত আনুমানিক দেড়টায় কাকডাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত দক্ষিন ভাদিয়ালী এলাকা থেকে তাকে আটক করা হয় এবং তার সাথে থাকা আরেক চোরাকারবারি পালিয়ে যায়।
আটক চোরাকারবারি কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে মোঃ তরিকুল ইসলাম(৪০)। পালিয়ে যাওয়া আরেক চোরাকারবারি পূর্ব ভাদিয়ালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল গফফার (৪৫)।
বিজিবি জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, সাতক্ষীরাস্থ কাকডাঙ্গা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৭ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন ভাদিয়ালী এলাকায় কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেঃ মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল কৌশলে অভিযান পরিচালনা করে। অভিযানে আটককৃত চোরাকারবারিকে তল্লাশী করে তার ব্যাগে রক্ষিত একটি বিদেশী পিস্তল (কপি, মেইড ইন ইউএসএ নামাঙ্কিত), তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১কেজি ৯৯৫ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য অনুসন্ধানে আটককৃত আসামি তরিকুল ইসলামের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪ টি মাদক মামলা এবং পলাতক আসামী আব্দুল গফফারের বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা রয়েছে।  আটক ও পলাতক ব্যাক্তিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  আটককৃত আসামী ও অস্ত্র, গোলাবারুদ থানায় হস্তান্তর এবং রুপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ