শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

দেবহাটা ইউএনও’র ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন

আরো খবর

দেবহাটা ব্যুরো: দেবহাটার সীমান্তবর্তী ইছামতি নদীর বেড়িবাঁধ ভাঙনে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার ভাতশালা ও কোমরপুর এলাকা পরিদর্শন করেন তিনি। টানা বৃষ্টিতে সীমান্তবর্তী ইছামতি নদীর ভাতশালা এলাকায় দূর্বল বেড়িবাঁধ ভাঙে প্লাবিক হওয়ার ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় নদী ভাঙন হয়ে প্লাবিত হওয়ার আশংঙ্কা বিরাজ করায় ওই এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, ইউপি সদস্য আব্দুল জলিল, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা সহ স্থানীয় সাধারণ মানুষ। উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান জানান, নদীর বাঁধ রক্ষায় শনিবার থেকে কাজ শুরু হবে। যাতে করে নদী পাড়ের মানুষের জানমালের ক্ষতি না হয় সে বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সেই সাথে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের সচেতন করা হচ্ছে। অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে যাতে ক্ষতির মানুষমুখে না পড়ে সে বিষয়টি সামনে রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ