নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় নড়াইল চৌরাস্তায় এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডঃ ইকবাল হোসেন সিকদার, মনু জমাদ্দার, সিনিয়ার সহ- সভাপতি মোঃ জুলফিকার আলী, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলেক মোল্যা, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সনিসহ জেলা , উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মি এসময় উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা- কর্মিদের একত্রিত হয়ে কোন ভাবেই যেন এ বিজয় নস্যাৎ না হয় সেদিকে দলের নেতা-কর্মিদের সজাগ থেকে কাজ করার আহবান জানানো হয়। দলের নাম ভাঙ্গিয়ে নেতাকর্মিরা যেন কোন প্রকার ক্ষমতার অপব্যবহার না করে সে বিষয়ে সকলকে সর্তক করা হয়।

