শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষনসহ নানা অভিযোগ

আরো খবর

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজীর বিরুদ্ধে ধর্ষন, জমি জবরদখল সহ বিভিন্ন অভিযোগ তুলে এক হিন্দু পরিবার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদিক সম্মেলন করেছে।

রোববার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে হাজির হয়ে উপজেলা সোলাদানা ইউনিয়নের নায়েবখালি গ্রামের ভুক্তভোগী পরিবারের বিপ্রদাস সরদার সংবাদিক সম্মেলনে তার লিখিত বক্তব্যো বলেন, উপজেলার ৫ নং সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাইয়েরা ভূমিদস্যু ও নারী লিপ্সু।
তাদের হাত থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ রেহায় পায়না। আঃ মান্নান গাজীর চিংড়ি ঘেরে আমার জমি রয়েছে। আমার স্ত্রীকে ২০১৬ সালের হারি টাকা নেয়ার জন্য তার মৎস্য হ্যচারীতে যেতে বলে। আমার স্ত্রী হারির টাকা নিতে গেলে তাকে জোর করে ধর্ষণ করে।
আমার স্ত্রী যাতে কাউকে না বলে সেজন্য তার লোকজন দিয়ে চাপ সৃষ্টি করে। এক পর্যায় আমি আমার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যাই। তাদের বিরুদ্ধ মামলা করতে সাহস পাইনি। ২০১৯ সালে আমি পরিবার সহ বাড়িতে আসি। ওই বছর ১০ মার্চ মান্নান গাজীর ছোট ভাই আমার প্রতিবন্ধী মেয়েকে অপরণ করে তাদের মৎস ঘেরের গোলবাগানে ধর্ষন করে ফেলে রেখে যায়।
এছাড়াও তার আরেক ভাই আসলাম গাজী আমার বোনকে জোরপূর্বক আমার বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ করে এবং এ ঘটনায় জানাজানি হলে আমার পরিবারসহ সবাইকে খুন জখমের ভয়ভিতী অব্যাহত রাখে। পরে আমার বোনকে অন্যতরে বিযে দেই।বিয়ের এক বছর পর আমার বোনকে পুনরায় তার স্বামীর বাড়ি থেকে আসলাম বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আবার ধর্ষণ করে। এক পর্যায় আসলাম আমার বোনকে অন্য একটি মুসলমান ছেলের সাথে বিয়ে দিয়ে এলাকার বাহিরে পাঠিয়ে দেয়।
আমি ও আমার পরিবার চেয়ারম্যান মান্নান গাজী ও তার ভাইদের কাছে জিম্মি হয়ে হয়রানি ও নির্যাতনের স্বীকার। আমি প্রশাসনের নিকট বিচার প্রার্থনা করছি।

আরো পড়ুন

সর্বশেষ