বেনাপোল প্রতিনিধি :
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বানবজ্য বন্ধ রয়েছে।
সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার রয়েছে। স্বাভাবিক। বন্ধে দু পার সড়কে আটকা পড়েছে শহস্রাধিক পন্য বোঝায ট্রাক।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ও বন্দর কর্তৃপক্ষ জানান“জন্মাষ্টমী উপলক্ষে ভারত ও বাংলাদেশে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।”তবে বন্দরে পন্য খালাস করে ভারতে ফিরে গেছে দেড় শতাধিক খালিট্রাক।
মঙ্গলবার সকাল থেকে আবার পুরোদমে আমদানি-রপ্তানি ও বন্দরের কাজ সচল হবে বলে জানান বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি ফারুক হোসেন বলেন, “জন্মাষ্টমী উপলেক্ষে সরকারি ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ভাবে চলছে।”

