শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

পাইকগাছায় সাবেক এমপির বাড়ি থেকে উদ্ধার হলো ২৩০ বস্তা চালসহ বিপুল ত্রাণ সামগ্রী

আরো খবর

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছা-কয়রার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চাল, তেল, ডাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যজিট্রেট ইফতেখারুল ইসলাম শামিম মঙ্গলবার দুপুরে আগড়ঘাটাস্থ রশীদুজ্জামানের বাড়ি থেকে চালসহ ওই মালামাল উদ্ধার করেন।

সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাসিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম বলেন, খবর পেয়ে সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রাণের চালসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। যাতে চাল, ডাল, তেল, চিনি, লবনসহ কয়েক প্রকার ত্রাণ সামগ্রী রয়েছে। সর্বশেষ উদ্ধারকৃত মালামাল ত্রাণ শাখায় জমা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ