শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

‘আমরা বিচার চাই, ওরা ডেডবডি চায়’ :মুখ্যমন্ত্রী মমতা

আরো খবর

একাত্তর ডেস্ক:আরজিকর কাণ্ডে দোষীকে ১০ দিনের মধ্যে ফাঁসি দেবার দাবি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে রাজভবন ঘেরাওয়ের ডাকও দিলেন তিনি। বললেন, “ধর্ষণের মামলায় দোষীর ফাঁসির বিল আনব। তাতে রাজ্যপালকে সই করতেই হবে। নাহলে রাজভবন ঘেরাও করবে পশ্চিমবঙ্গের নারীরা।”

আর জি কর কাণ্ডের প্রতিবাদী আন্দোলনের অভিমুখ ঘোরানোর চেষ্টা করছে বিরোধীরা। এমন অভিযোগেও সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ওরা ডেডবডি চায়। আমরা বিচার চাই।’

দলের ছাত্র পরিষদের  প্রতিষ্ঠা দিবসটিকে সমাজের নির্যাতিতাদের জন্য উৎসর্গ করেন মমতা। বলেন, “আজকের দিনটা সমাজের নির্যাতিতদের জন্য ডেডিকেট করছি। বিশেষ করে আর জি করের আমার প্রিয় বোনটিকে, যেভাবে নির্যাতিত হয়েছেন।

নির্যাতিতদের প্রতি ও তাদের পরিবারের জন্য উৎসর্গ করছি। একদিকে বিজেপির ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট, অন্যদিকে ‘গেরুয়া’ বাধা উপেক্ষা করে কলকাতার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মেগা অনুষ্ঠান। রাজনৈতিক বিরতি থেকে ফিরে সেই মঞ্চে ভাষণ দিলেন তৃণমূলের  সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও ধর্ষণের মতো অপরাধ রুখতে কেন্দ্রকে কড়া আইন আনার কথা বললেন তিনি। মোদি সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বললেন, ‘আগামী ৩, ৪ মাসের মধ্যে কেন্দ্র কড়া আইন প্রণয়ন না করলে দিল্লিতে আমরা বৃহত্তর আন্দোলন করব।

প্রয়োজনে সাংসদ হিসেবে আমার নিজের অধিকার বলে আলাদা করে বিল (প্রাইভেট মেম্বার বিল) আনব।’ পাশাপাশি, বিজেপির বন্‌ধকে তোপ দেগে অভিষেকের চ্যালেঞ্জ, ‘আপনারা পারলে প্রতি ২৮ আগস্ট বন্‌ধ ডাকুন। কী করে প্রতিহত করতে হয়, দেখিয়ে দেব।
’ অভিষেক বলেন -‘ আমি কথা দিয়ে রাখলাম, এই আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাব। শুরু তুমি করেছো, শেষ আমি করব।’ 

আরো পড়ুন

সর্বশেষ