প্যাট্রিসিয়া ব্যক্তিগত জীবনে আলফ্রেড রায় কেরির সঙ্গে ঘর বেঁধেছিলেন। এ সংসারে জন্মগ্রহণ করেন অ্যালিসন, মারিয়া ও মরগান। মারিয়ার বয়স যখন ৩ বছর তখন তার বাবা-মায়ের বিয়েবিচ্ছেদ হয়।
বিশ্বের অন্যতম সফল গায়িকা মারিয়া কেরি। নারী সংগীতশিল্পী হিসেবে তাঁর ‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’ গানটি সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ক্রিসমাস গান। তিনি ১৯টি গানে সর্বাধিক বিলবোর্ডসেরা ১০০ একক গানের জায়গাও ধরে রেখেছেন। বিশ্বব্যাপী ২২০ মিলিয়নেরও বেশি রেকর্ড বিক্রি হয়েছে তাঁর।

