মোরেলগঞ্জ প্রতিনিধি:বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মোরেলগঞ্জ পৌর শাখার আহবায়ক মোঃ মনির শিকদার।
তারেক জিয়ার আহবানে বিএনপি ‘র শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবাইদুল ইসলাম এর নির্দেশনায় ফেনী জেলার বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন সেচ্ছাসেবক দলের এই নেতা । এ সময় মোরেলগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মনির শিকদার জানান, বন্যায় কোথাও বুক সমান পানি, কোথাও তার চেয়েও বেশি পানির মধ্যে সেই সকল পানি বন্দীদের কাছে ত্রাণ বিতরণ করতে ছুটে এসেছেন। দীর্ঘ পাঁচদিন ধরে তার এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
তিনি ফেনীর প্রত্যান্ত এলাকাগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধ পত্র পৌঁছে দেন।

