শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

তালায় মুয়াজ্জিনকে কুপিয়ে জখম

আরো খবর

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালায় মসজিদের মুয়াজ্জিন গোলাম রব্বানী খাঁ (৫৫) কে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। সে উপজেলার দাশকাটি গ্রামের মৃত রহমত উল্লার ছেলে।
শনিবার (৩১ আগষ্ট) ভোর রাতে উপজেলার খলিলনগর ইউনিয়নের দাশকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাম রব্বানীর ছেলে রাসেল খাঁ জানান, একই এলাকার সোহেল উদ্দীন গাজীর ছেলে কামরুল গাজী (৫০), নজরুল গাজী (৬০), খায়রুল গাজী (৩৫) ও কামরুল গাজীর গংদের সঙ্গে দীর্ঘদিন বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রæতা রয়েছে। গত কয়েকদিন ধরে কামরুল গাজী আমাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে আসছে।
আমরা দিতে অস্বীকার করায় শনিবার ভোর রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় পূর্ব থেকে ওতপেতে থাকা এসকল সন্ত্রাসীরা আমার পিতাকে দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে আমার পিতার ডাকচিৎকারে এলাকাবাসি উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তী করে।
এঘটনায় অভিযুক্তরা এলাকায় না থাকায় এবং মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মমিনুল ইসলাম বলেন, তদন্ত করে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ