দীর্ঘ ১৮ বছর পর মণিরামপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির পেয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে জনসমুদ্রে পরিণত হয়েছে মণিরামপুরের রাজপথ। তৈরী হয়েছে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের এক বিশাল মিলন মেলা।
রবিবার বিকাল ৫ টায় মণিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে
সাধারণ সম্পাদক রমেশ দেবনাথের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা পরিবহন শ্রমিক লীগের সহ-সভাপতি বাবুল করিম বাবলু, ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, সাবেক ছাত্রনেতা গোপাল মল্লিক,

