শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

যশোর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয় ভাংচুর: সহ-সভাপতি জনি বহিস্কার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি একজন নারী যাত্রী ও বাসের শ্রমিকদের সাথে গোলোযোগের সুযোগকে কাজে লাগিয়েছে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শাহেদ হোসেন জনি। ঘটনার রাতে একদিকে চলছে দুই পক্ষের মীমাংসার প্রস্তুতি, অন্যদিকে ঘোলা পানিতে মাছ শিকার করেছেন জনি। ছেলে সাজিদকে দিয়ে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর করিয়েছেন তিনি। সাথে যোগ দেয় সন্ত্রাসীরা।

এ ঘটনার সত্যতা পাওয়ার পর রোববার জনিকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। তার সদস্য নং-২৭৪৪।

রোববার যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু ও সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শাহেদ হোসেন জনি জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সময় বিভিন্নভাবে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন। বিশেষ করে বর্তমানে যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম মিন্টু গাজীকে বিভিন্ন সময় দফায় দফায় লাঞ্ছিত করেছেন তিনি। শুধু মিন্টু গাজী নন, তার হাতে সংগঠনের আরও অনেকে লাঞ্ছিত হয়েছেন। এসব বিষয়ে তাকে শোকজও করা হয়েছে। কিন্তু তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন।

এছাড়া, সংগঠনের গত নির্বাচনে পরাজিত হয়ে তার ছেলে সাজিদ সংগঠনের কার্যালয় ক্ষতিগ্রস্ত করেছিলেন। সর্বশেষ তিনি তার ছেলেকে দিয়ে গত ২৩ আগস্ট সন্ধ্যায় যশোর-নড়াইল রুটের বাসস্ট্যান্ডে সৃষ্ট ছাত্র ও নারী যাত্রী, বাসের স্টাফরা গোলযোগ করেছিলেন। এসময় তার ছেলে সাজিদের নেতৃত্বে সন্ত্রাসীরা সংগঠনের প্রধান কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করে।

সংগঠনের শৃংখলাভঙ্গের অভিযোগের সত্যতা প্রকাশের প্রেক্ষিতে গত ২৭ আহস্ট কার্যকরী পরিষদের সভায় জনিকে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন থেকে সদস্য পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো পড়ুন

সর্বশেষ