শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

খুলনা-নড়াইল-সাতক্ষীরাসহ ২৬ জেলায় নতুন এসপি

আরো খবর

একাত্তর ডেস্ক: খুলনা, সাতক্ষীরা ও নড়াইলসহ দেশের ২৬ জেলার দায়িত্ব পেলেন নতুন পুলিশ সুপার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়, সাতক্ষীরা, খুলনা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, শেরপুর, মাদারীপুর, ঝালকাঠী ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ২৭ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদীসহ ২৪ জেলায় নতুন পুলিশ সুপার দেয়া হয়েছিল।

আরো পড়ুন

সর্বশেষ