নড়াইল প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ৫ম শ্রেণীর এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একলাজ শিকদার (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার নির্যাতিত শিশুর মা বাদী হয়ে নড়াগাতী থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত একলাজ শিকদার নড়াগাতী থানার বাঐসোনা দক্ষিণ পাড়া গ্রামের মৃত নুরুল হক শিকদারের ছেলে।
জানা যায়, নড়াইলের নড়াগাতী থানার বাঐশোনা গ্রামে সোমবার (০২ সেপ্টেম্বর) ভোরে ওই শিশুর বাড়ীর পাশে তাল কুড়াতে যায়। তখন প্রতিবেশী একলাজ শিকদার আরেকটি গাছে ২০টি তাল পড়ে আছে বলে তাকে নির্জন জায়গায় নিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
এরপর শিশুটি অসুস্থ অবস্থায় বাড়ি এসে তার মাকে সব ঘটনা খুলে বলে। তখন তিনি স্থানীয় লোকজনদের বিষয়টি জানান। এ ঘটনায় বুধবার (৪ সেপ্টেম্বর) ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন শিশুর মা।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

