শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে গণ অধিকার পরিষদ উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ট্রাক প্রতীকে সদ্য নিবন্ধন প্রাপ্তিতে আনন্দ র্যালি ও পথসভায় তিনি এ কথা জানান।
শাকিল উজ্জামান বলেন, ‘বিগত বিনা ভোটের আওয়ামী স্বৈরাচার সরকার ফ্যাসিবাদী কায়েম করেছিল। আমাদের সব পূর্ণতা থাকা সত্ত্বেও তাদের গোয়েন্দা সংস্থাদের রিপোর্টে গণ অধিকার পরিষদের নিবন্ধন দেয়নি।
তিনি আরো বলেন, ‘আমাদের ডাকসুর সাবেক ভিপি ও দলের সভাপতি নুরুল হকের নেতৃত্বে যে গণজোয়ার তৈরি হয়েছে যেখানে অন্যায়, অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদার ও বৈষম্য থাকবে সেখানে সবাইকে সঙ্গে নিয়ে গণ অধিকারের নেতৃত্বে প্রতিহত করা হবে।
সাংবাদিকদের নির্ভয়ে কলম চালাতে আহ্বান জানিয়ে শাকিল বলেন, ‘যদি আগামীতে কোনো নব্য দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারের চেষ্টা করে, তাহলে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি সেভাবে নব্য দখলদারকেও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আমরা পতন ঘটাব। কেউ যদি দুর্নীতির চেষ্টা করে ও যারা এর সঙ্গে জড়িত আপনারা গণভবনের চিত্র মনে রাখবেন, কিভাবে আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারকে গণভবন থেকে সরিয়েছি।’

