শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

অবৈধ প্রবেশরোধে বেনাপোল সীমান্তে নজরদারী বাড়িয়েছে বিজিবি

আরো খবর

বেনাপোল প্রতিনিধি :
দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধভাবে অতিক্রম রোধে আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর নজরদারীও বাড়িযেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ওপার সীমান্তেও কড়া নজরদারী ও টহল জোরদার করেছে ভারতীয় বিএসএফ। সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে 8801769-600682 এবং +8801769-620954 নম্বরে তথ্য দিয়ে সহায়তা করার আহব্বান জানান হয়েছে বলে জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

বেনাপোল পুটখালি গোগা সাদিপুর রঘুনাথপুর সিকারপুর ডিহিসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অতিক্রম রোধে সদর দফতরের নির্দেশনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। দেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে অতিক্রম রুখতে বিজিবিকে সর্বচ্চ সতর্কবস্থা রাখা হয়েছে।

এদিকে,সীমান্তের ইমিগ্রেশনে সন্দেহজনক যাত্রীদের  যাতায়াতে গতিবিধি লক্ষ রাখছেন প্রশাসনের বিভিন্ন এজেন্সির সদস্যরা। বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ নিয়েছেন কঠোর অবস্থান।

ইতিমধ্যে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে বলে জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আরো পড়ুন

সর্বশেষ