শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী  আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সে বেনাপোল  পুটখালি গ্রামের রবিউল হোসেনের ছেলে।
মঙ্গলবার ভোরে বেনাপোলের পুটখালী গ্রামের জনৈক আলাউদ্দীনের গোয়ালঘরের মধ্যে এই ফেন্সিডিল পাওয়া যায় বলে জানান র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোহম্মদ রাসেল।
তিনি বলেন,’পুটখালী গ্রামের জনৈক আলাউদ্দীন তার বসতবাড়িতে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির জন্য মজুদ করেছে’ গোপন সংবাদে  জানতে পেরে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে আলাউদ্দীনকে গ্রেপ্তার করে।তাকে জিজ্ঞাসাবাদ করলে গোয়ালঘরের মধ্যে ফেন্সিডিল আছে বলে জানায়।পরে সেখান থেকে ০২টি বস্তায় বিশেষ ভাবে রাখা ৩২৪ (তিনশত চব্বিশ) বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আলাউদ্দীনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ