বেনাপোল প্রতিনিধি :
মসলিম সম্প্রদায়ের ঈদে মিলাদুনবী ও নসনাতন হি্ন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি শেষে বুধবার সকাল থেকে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানিকৃত বানিজ্য চালু হয়েছে।
বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে ২ শতাধিক পন্যবাহি ট্রাক দু দেশের বন্দরে প্রবেশ করেছে।বন্দরে পন্য লোড আনলোড সহ কাজকর্ম স্বাভাবিক ভাবেই চলছে।
বন্দর ও কাষ্টমস সংশ্লিষ্টরা জানান সোমবার ছিল ঈদে মিলাদুনবীর সরকারি ছুটি ও মঙ্গলবার বিশ্বকর্মা পূজা ছুটিতে আমদানি রফতানি ছিল বন্ধ। সকাল থেকেই চালু হয়েছে আমদানি রফতানি। ২দিনের ক্ষতি পুষিয়ে নিতে কাজ করছেন বন্দর ও কাষ্টমস সংশ্লিষ্টরা
বেনাপোল শুল্কভবনের কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান ও ষ্টাফ এসোসিয়েশনের সম্পাদক সাজেদুর রহমান জানান. আমদানি রপ্তানি সচল হওয়ার বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। বাড়ছে আমদানি রফতানি বাহি ট্রাকের চাপ। জোর গতিতে চলছে কার্য্যক্রম। গভির রাত পর্যন্ত লোড আনলোড চলবে বলে জানান তারা।

