শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরের পৌর এলাকায় ৮১ টি গ্রাম প্লাবিত

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: গত ৪দিনের টানা বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পানিতে কেশবপুর পৌরসভার ৯টি ওয়ার্ড সহ উপজেলার ৮১টি গ্রাম প্লাবিত হয়েছে। ১হাজারের অধিক মাছের ঘের ভেসে গেছে, ৩ হাজার ৬শত হেক্টর জমির ফসল তলিয়ে প্রায় ১শ কোটি টাকার ক্ষতির আশংকা ।

কেশবপুরের উপর দিয়ে প্রবাহিত হরিহর ও বুড়িভদ্রা নদের তলদেশ পলিতে ভরাট হয়ে নাব্যতা হারানোই এ বন্যার সৃষ্টি। পানি উন্নয়ন বোর্ডের লাগামহীন অনিয়ম আর অপরিকল্পিত প্রকল্পের অর্থ নয় ছয় করাই কেশবপুর পৌর শহরের কাঁচাবাজার, ধানহাটা, মাছ বাজার,কেশবপুর থানা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ, পানি উন্নয় বোর্ড, শহরের মধুসড়ক,কেশবপুর-পাঁজিয়া সড়ক, কেশবপুর -ভান্ডারখোলা সড়ক,কেশবপুর সাহাপাড়া,,পোষ্ট

অফিস পাড়া,মহিলা মাদরাসা পাড়া, আলতাপোলের ৪ও৫ নম্বর ওয়ার্ডের ৮০ভাগ বাসা- বাড়িতে পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ ও সরকারি পাইলট স্কুল এন্ড কলেজে আশ্রয় নিয়েছে মানুষ।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সরকারি হিসাবে কেশবপুরে ৩ হাজার ১শব ৭৩হেক্টর জমির আমন ধান, ৩শত হেক্টর জমির সবজী, পান ৩০ হেক্টর, হলুদ ৩০ হেক্টর, কাচা মরিচ ২১হেক্টর সহ ১ হাজারের অধিক মাছের ঘের প্লাবিত হয়ে ভেসেগেছে। ৫০এটর অধিক স্কুল মাদরাসায় শ্রেনি কক্ষে পানি উঠেছে।
প্লাবিত এলাকায় গবাদিপশু নিয়ে চরম বিপাকে খামারি ও মালিক গন।

 

কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা,আলমগির হোসেন জানান, উপজেলায় ১১ টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছেন,যাতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে না পড়ে।

আরো পড়ুন

সর্বশেষ