শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে বন্যার অবনতি, ১ শ  ৪ গ্রাম প্লাবিত, পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

আরো খবর

কেশবপুর প্রতিনিধি: প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে প্রতিদল কেশবপুরের নতুন নতুন এলাকায় বন্যার পানি প্রবেশ করছে। গত ২৪ঘন্টায় উপজেলার নতুন ১৬ গ্রামসহ ১শ ৪ টি গ্রাম পানিবন্ধি হয়েছে ।

হাজার হাজার বাড়ি-ঘরে পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়েছে  আবহাওয়র পূর্বাআভাসে।আগামী সপ্তাহে আবার নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ খবরে কেশবপুরের পানিবন্ধি মানুষকে উদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহনের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের পক্ষে গত কাল বৃহস্পতিবার  বিকালে কেশবপুর ত্রিমোহিনী মোড়চত্বরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসকের মাধ্যমে, বন্যা দুর্গত মানুষের জন্য সরকারিভাবে ২০ টন জি আর এর চাউল ও নগদ এক লক্ষ টাকা বরাদ্দ করেছেন, বলে সাংবাদিকদের জানিয়েছেন।

উপজেলা নির্বাহী  অফিসার আরো জানান, পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ একটি উচ্চ প্রতিনিধি দল কেশবপুরের পানির নিষ্কাশনের পথ বের করতে, কেশবপুরের ডাউনে বিভিন্ন নদীর সংযোগ মোহনা গুলো পরিদর্শন করেন।

পক্ষকাল ব্যাপী পানিবন্দী থাকায় কেশপুর উপজেলা গোখাদ্য ও তরি তরকারির মূল্য বৃদ্ধি পেয়েছে। মৎস খাত নির্ভর ব্যবসায়ী বৃন্দ  অকল্পনীয়  ক্ষতির শিকার   হয়েছেন। বৃহস্পতিবার বিকালে কেশবপুর পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকায় আশ্রয় কেন্দ্র গুলোতে  ১  টন চাল বিতরণ করা হয়েছে।

কেশবপুর থানা কম্পাউন্ড, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ সহ কেশবপুর  মাছ বাজার ও কাঁচা বাজারে বন্যার পানিতে ডুবে থাকায় বাজার অন্যত্র নেওয়া হয়েছে।

 

নবাগত নির্বাহী অফিসার জাকির হোসেনের সাথে বৃহস্পতিবার মতবিনিময়কালে সুশীল সমাজের পক্ষে কেশবপুরের উপর দিয়ে বয়ে যাওয়া বুড়ি ভদ্রা নদী জরুরী ভিত্তিতে ভাসমান এস্কে ভেটর দিয়ে পলি অপসারণের  জোর দাবি জানানো হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ