মহেশপুর প্রতিনিধি:
চোরাই পথে ঝিনাইদহর মহেশপুরের শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৩ রোহিঙ্গাসহ ১০ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। শনিবার গভীর রাতে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বিষয়টি নিশ্চত করেন। তিনি জানান মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়।
এ সময় শ্রীনাথপুর এলাকা থেকে ৩ জন রোহিঙ্গা ও ১টি মাইক্রোবাস চালকসহ ১০ জনকে আটক করা হয়েছে। কক্সবাজার জেলাসহ বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানান তিনি। আটক কৃতদেরকে রোববার সকালে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

