শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

যশোরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর যৌতুক মামলা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের অভিযোগে আদালতে মামলা করেছেন মণিরামপুর উপজেলার কোমলপুর গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে লিবলু হোসেন। তার স্ত্রী সাতক্ষীরা জেলা কলারোয়া উপজেলার আটুলিয়া গ্রামের ইউনুস আলীর মেয়ে বিলকিস খাতুনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ শুভ  মণিরামপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় লিবলু উল্লেখ করেন, ২০১৭ সালের ১৫ নভেম্বর একলাখ ২০ হাজার টাকা দেনমোহরেন তাদের বিয়ে হয়। এসময় বিলকিসকে সোনার আঙটি, কানের দুল নেকলেস, হাতের বালা দেয়া হয়। বিয়ের পর তারা একসাথে বসবাস করতে থাকেন। এরমাঝে বিলকিস খাতুন দুই লাখ টাকা যৌতুক দাবী করে। লিবলু বাধ্য হয়ে বিলকিসকে কিছু আশবাবপত্র প্রদান করেন। কিন্তু তাতেও ক্ষ্যান্ত হননা বিলকিস। নানাভাবে হয়রানি করতে থাকে। বাধ্য হয়ে বিষয়টি সামাজিকভাবে মিমাংশার চেষ্টা হয়। গত ১৬ সেপ্টেম্বর পারিবারিকভাবে বিষয়টির মিমাংসা জন্য ডাকা হলে বিলকিস জানায় দুই লাখ টাকা যৌতুক না দিলে তিনি সংসার করবেন না। বাধ্য হয়ে তিনি আদালতে এ মামলা করেন।

আরো পড়ুন

সর্বশেষ