শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চেয়ারম্যান আত্নগোপনে, ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দিল বিক্ষুদ্ধ জনতা

আরো খবর

রাজগঞ্জ (যশোর) অফিস ॥ যশোরের মনিরামপুর উপজেলার বন্যাকবলিত ঝাঁপা ইউনিয়ন পরিষদে দীর্ঘ ২মাস ইউপি চেয়ারম্যানকে পরিষদে না পেয়ে সেবা প্রার্থীসহ বিক্ষুদ্ধ জনতা তালা ঝুলিয়ে দিয়েছে।

সূত্রমতে, গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে ঝাঁপা ইপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শামছুল হক মন্টু আত্মগোপন করেন। পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, মৃত্যু সনদ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ও জমি রেজিষ্ট্রিসহ নানা গুরুত্বপূর্ণ কাজে জন্ম সনদ এবং মৃত্যু সনদ খুবই প্রয়োজন।

 

কিন্তুু পরিষদে চেয়ারম্যান না থাকায় জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ নিতে গিয়ে অনেকেরই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যে কারণে সেবা প্রত্যাশীসহ বিক্ষুদ্ধ জনতা পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছেন।

ঝাঁপা ইউনিয়নবাসীকে ঘন্টার পর ঘন্টা পরিষদের বারান্দায় অপেক্ষা করেও জন্মসনদ বা মৃত্যু সনদ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। এ ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা অনেকেই অভিযোগ করছেন যে মাসের পর মাস ঘুরলেও মিলছেনা কাক্সিক্ষত সেই জন্মসনদ বা মৃত্যু সনদ। মূলত এ দু’টি সনদ পেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বন্যাকবলিত এ ইউনিয়নের সর্বশ্রেণী পেশার মানুষকেই। এরমধ্যে সন্তানদের জন্মনিবন্ধন করতে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় পড়তে হচ্ছে অভিভাবকদের। ঝাঁপা ইউপি চেয়ারম্যান পরিষদে দীর্ঘদিন না আসায় তথ্যসেবা কেন্দ্রে সেবা নিতে আসা ব্যক্তিরা সেবা না পেয়ে ক্ষুদ্ধ হয়ে তথ্যসেবা কেন্দ্র ও সচিবের কার্যলয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন ।

 

মহিলা ইউপি সদস্য আবেদা কেগম ও তাজু হোসেন জানান, স্থানীয় গফুরের স্ত্রীর রুপা বেগম ২২ সেপ্টেম্বর ইউনিয়নে পরিষদে বাড়ির ট্যা´ পরিশোধ করতে যান। এসময় সচিব ওই মহিলার নিকট অতিরিক্ত টাকা দাবি করেন। এসময় ওই নারী বেশি টাকা দিতে অস্বীকার করেন। এক পর্যায় বিষয়টি ওই সেবাপ্রার্থী নারী পরিষদে উপস্থিত ইউপি সদস্যসহ সকলকে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্যসহ বিক্ষুদ্ধ জনতা ইউপি সচিবকে অফিস থেকে বের করে দিয়ে তার রুমে তালা ঝুলিয়ে দেন।

 

এব্যাপারে ঝাঁপা ইউপি সচিব সেলিনা খাতুন জানান, চেয়ারম্যান শামছুল মন্টু পরিষদে না থাকায় জনগণকে সেবা দিতে বেশ অসুবিধা হচ্ছে। পাশাপাশি বাড়ির ট্যাক্স গ্রহন করতেও নানা সমস্যার সম্মূখিন হতে হচ্ছে। যে কারণে বিক্ষুদ্ধ জনতা তার অফিস রুমেও তালা ঝুলিয়ে দিয়েছে। তবে রুপা বেগম নামের ওই মহিলার কাছে বেশি টাকা দাবি করার বিষয়টি তিনি অস্বীকার করেন। এদিকে এরিপোর্ট লেখা পর্যন্ত ঝাঁপা ইউনিয়ন পরিষদে তালা ঝুলছিলো।

আরো পড়ুন

সর্বশেষ