শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

বেনাপোলে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহস পাচারকারী আটক

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৯ টি স্বর্ণের (৪.৫৫৭ ওজনের) বারসহ মাহফুজ মোল্লা (২৬) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়। আটক মাহফুজ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লার ছেলে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর ক্যাম্পের টহল দলের বিজিবি সদস্যরা আমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় কোমরে লুকানো অবস্থায়  ১৯ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা

আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

আরো পড়ুন

সর্বশেষ