পুলিশ ও ওই প্রেমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লার লালমাইয়ের ওই কিশোরীর এবং দাউদকান্দিতে তার প্রেমিকের বাড়ি।
চট্টগ্রামের খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ওই কিশোরীকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

