শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুরে জলাবদ্ধ এলাকায় এমএম কলেজের পক্ষে ত্রাণ বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের পক্ষ থেকে  শুক্রবার   কেশবপুর উপজেলার হাবাসপোল এলাকায় ১শ’ টি পানিবন্দী পরিবারের মাঝে উপহার ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সম্প্রতি ভারি বর্ষনে ওই এলাকা প্লাবিত হয়। সেখানকার বিপুল সংখ্যক মানুষ জলাবদ্ধতার কবলে পড়ে মানবেতার জীবন যাপন করছে।
স্থানীয় লোকজন বলেন, বিগত কয়েক বছরের তুলনায় এই বছর পানির ভয়াবহতা বেশি।তারা প্রায় এক মাসের  বেশি সময় ধরে এই দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে যাওয়ার আগে কোনো সংগঠন  বা স্থানীয় পৌরসভা থেকে তাদের কোনো সহযোগিতা করেনি। অধিকাংশ বাড়িঘরে কোমর সমান পানি, কোথাও কোথাও বুক সমান পানি। পানিতে বিভিন্ন বিষক্ত আবর্জনা, সাপ ভেসে আসছে। যার ফলে চুলকানিসহ বিভিন্ন রকমের চর্মরোগ দেখা দিয়েছে।
টিউবওয়েল গুলোর অর্ধেক পানিতে নিমজ্জিত। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য স্থানীয়রা ভবদহ বিল দ্রুত সংস্কার করার দাবি জানান তারা।

ত্রাণ বিতরনের সময়  করেলেজের  শিক্ষক এবং চাত্রদের ১০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ