সেলিম রেজা,বেনাপোল:
নানা জল্পনা কল্পনার পর অবশেষে বৃহস্পতিবার বিকালে ভারতে গেল বাংলাদেশি রুপালী ইলিশ। দুই হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি নিয়ে প্রথম চালানে যাচ্ছে ১৮ মেট্রিক টন।
প্রতি কেজি মাছের রপ্তানি মূল্য পড়ছে ১০ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২শ’ টাকা । বাংলাদেশের রফতনি কারক প্রতিষ্টান আলেয়া এন্টার প্রাইজ জে এস এন্টার প্রাইজ,সাজ্জাদ এন্টার প্রাইজ,স্বর্নালি এন্টার প্রাইজসহ ৮টি প্রতিষ্টান প্রথম দিনে ইলিশ পাঠিয়েছে ভারতে। বিভিন্ন শুল্ক ষ্টেশন দিয়ে ইলিশ রফতানি হবে বলে জানান মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।
এর আগে ২৫ সেপ্টেম্বর ৪৯জন রপ্তানিকারককে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রফতানির ছাড়পত্র দেয় বাণিজ্য মন্ত্রণালয়।
এর মধ্যে ৪৮ জনকে ৫০ মেট্রিক টন করে ও একজনকে ২০ মেট্রিক টন মাছ রপ্তানির অনুমতি দেয়া হয়। এই অনুমতির মেয়াদ আগামী ১২ অক্টোবর পর্যন্ত।
শারদীয় উৎসবে বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ পাঠানো হয়। আগের সরকারগুলো একে বলত, ‘উপহারের ইলিশ’। এবার কোন উপহার নয়। ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়েছে।
বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টাইন অফিসার মাহবুবুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমতিপত্র নিয়ে ইলিশের চালান বন্দরে আসার পর মান নিয়ন্ত্রন যাচাই করে ভারতে রপ্তানির অনুমতি দেয়া হয়েছে। প্রথম চালানে ৮টি প্রতিষ্ঠানকে ১৮ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়।

