শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় একদিনে তিনজনের হিট স্টোকে মৃত্যু

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় একদিনে চার জনের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন গ্রামেন পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। মৃত চারজনের মধ্যে তিনজন হিট স্টোকে এবং একজন বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
হিট স্টোকে মৃতরা হলেন উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদা পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কৃষক জিহাদ হাসান (৪৫)। পৌর শহরের আম্রকানন  পাড়ার বাসিন্দা ও চৌগাছা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাবেক উপ সহকারি প্রকৌশলী মমিনুর রহমান (৬৫), ইছাপুর গ্রামের মশিয়ার রহমান এবং উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলি গ্রামের মৃত রজো সর্দারের ছেলে তাইজেল হোসেন বিষপান করে আত্ম হত্যা করেছে।
জিহাদের স্বজনরা জানান, জিহাদ সকালে মাঠে যায়। সেখান থেকে বাড়িতে ফিরে অসুস্থবোধ করেন । এসম তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিসিৎক মৃত ঘোষণা করেন। মৃত মোমিনুর রহমানের স্বজনরা জানায় তিনি রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা সরকারি হাসপাতালে নিলে তিনি সেখানে মৃত্যু বরণ করেন। মশিয়ার রহমান রবিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়িতে স্টোক করে মৃত্যু বরণ করেন।
চৌগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইদুল ইসলাম ইমন বলেন, বিষপান করে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজনই হিট স্টোকে মৃত্যু বরণ করেছেন। তাদের হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ