নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদরের বিনেরপোতায় ভাটা ব্যবসায়ীর মাটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিনেরপোতা এলাকার “রহমান ব্রিকস” নামক ইট ভাটায় এঘটনা ঘটেছে।
এঘটনায় ভুক্তভোগী রহমান ব্রিকসের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ফরিদ রহমান(৩৫) সাতক্ষীরা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী জানায়, ভুক্তভোগীর ভাটায় আনুমানিক ১০ লক্ষ টাকার মাটি গচ্ছিত আছে। ভাটার পাশেই পানি উন্নয়ন বোর্ডের সুইচ গেটের কাজ চলমান। আর এই কাজে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার হিসেবে নিযুক্ত আছেন খুলনার পলাশ নামের ঠিকাদার।ঘটনার সময় ঠিকাদার পলাশসহ তার লোকজন ভাটায় এসে গালিগালাজ করে ভাটার গচ্ছিত মাটি এসকেভেটর মেশিন দিয়ে কেটে নিয়ে যায়।
এসময় ভুক্তভোগী ও তার পিতা বাধা দিতে গেলে খুন জখমের হুমকি দিয়ে ভাটার অফিস রুমে আটকে রাখে ঠিকাদার পলাশসহ তার দলবল।
এঘটনার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার খুলনার পলাশের কাছে জানতে চাইলে, তিনি সকল অভিযোগ মিথ্যা বলে জানান।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের আসন হস্তক্ষেপ কামনা করেছেন।

