বেনাপোল প্রতিনিধি :
বাংলাদেশে মামার বাড়ীতে বেড়াতে এসে দেশে ফেরা হলো না ভারতীয় দুই নারী শিশুর।
বেনাপোল ঘিবা সীমান্ত এলাকা থেকে ভারতের মহারাষ্ট্র থেকে আসা কুসুম নামে এক নারী ও কন্যাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
৪ মাস আগে বাংলাদেশে যশোরের ঝিকরগাছায় মামার বাড়ীতে অরৈধ পথে বেড়াতে আসে কুসুম। সোমবার সকালে বেনাপোলের শেখারীপোতা বাজার হয়ে ঘিবা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে বিজিবির হাতে আটক হয় ভারতীয় নারী । এসময গৌরি(৫) নামে শিশুকে উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিক জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকালে আটক করা হয় নারী ও শিশুসহ দুই ভারতীয় নাগরিককে।
আটককৃত ভারতীয় নাগরিক কুসুম লাক্সম্যান গাওয়ান্ড ল্যাক্সম্যান গ্যাভান্ড এর স্ক্রী। গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫)লাক্সমান গাওয়ান্ডর মেয়ে। তাদের বাড়ী মহারাষ্ট্রের পানবেন এলাকার চিৎপাড়ায়।
অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বলে জানান তিনি।

